<p>স্লোভেনিয়ায় একটি গুহায় আটকা পড়েছে গাইডসহ পাঁচ পর্যটক। স্থানীয় সময় শনিবার বিকেলে দক্ষিণ-পশ্চিম স্লোভেনিয়ার ব্লোস্কা পোলিকায় ভারি বৃষ্টিপাতের কারণে পানির স্তর বেড়ে যাওয়ায় ওই পাঁচ ব্যক্তি গুহায় আটকা পড়ে। পানির স্তর বেড়ে যাওয়ায় উদ্ধারকারীদের গুহার ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যম রবিবার জানিয়েছিল।</p> <p>গুহায় আটকা পড়াদের মধ্যে রয়েছে তিনজনের একটি পরিবার, দুই পর্যটক ও গাইড। দলটি ৮.২ কিলোমিটার দীর্ঘ ‘ক্রিজনা জামা’ গুহার ভেতরে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে শুধুমাত্র বোটেই সেখানে যাওয়া যায়। গতকাল শনিবার সন্ধ্যায় উদ্ধারকারীরা আটকা পড়া দলটির কিছুটা কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের খাবার, পানি এবং একটি তাঁবু সরবরাহ করা হয়েছে। রবিবার এলাকার নাগরিক সুরক্ষা কর্মকর্তারা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। </p> <p>আটকা পড়া দলটি গুহার প্রবেশদ্বার থেকে দুই কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে। ডুবুরিদের তাদের কাছে পৌঁছাতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে বলে কর্মকর্তারা বলেছেন। তারা আরো জানিয়েছে, উদ্ধার হওয়ার বিষয়টি নির্ভর করছে পানির স্তরের ওপর। তাদের উদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে বলেও জানানো হয়। ‘ক্রিজানা জামা’ স্লোভেনিয়ার একটি ভূগর্ভস্থ সবুজ পানির হ্রদ। জীববৈচিত্র্যের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম পরিচিত গুহা বাস্তুতন্ত্র। </p> <p>সূত্র: রয়টার্স</p>