<p>সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এই সিরিজ থেকে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে তার সেই প্রতিশ্রুতি আলোর মুখ দেখল না। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে সমর্থকদের।</p> <p>বিসিবি জানিয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দাম সর্বোচ্চ ১ হাজার টাকা। এ ছাড়া ভিআইপি গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, উত্তর এবং দক্ষিণ গ্যালারি ২০০ এবং পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা।</p> <p>আগামী সোমবার (২১ অক্টোবর) থেকে মিরপুর টেস্ট শুরু হচ্ছে। এ জন্য রবিবার (২০ অক্টোবর) থেকে বিক্রি করা হবে টিকিট। পাওয়া যাবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে।</p>