<p>আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। যেখানে গেল কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিলের স্কোয়াডে থাকা আটজন খেলোয়াড়কে বাদ দিয়েছিলেন তিনি।</p> <p>দলে নতুন মুখ সতেরো বছর বয়সী স্ট্রাইকার এস্তেভাও। যিনি ‘মেসিনহো’ নামে পরিচিত। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার।</p> <p>পরের বছর থেকে চেলসিতে যোগ দিতে এস্তেভাওকে ইতিমধ্যে কেউ কেউ ব্রাজিলের পরবর্তী বড় তারকা বলছেন। সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হতে তার। এই বছর ব্রাজিলের লিগে পালমেইরাসের হয়ে ১৯ ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট যোগ করেছেন তিনি।</p> <p>দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। ৭ সেপ্টেম্বর (বাংলাদেশ সময়) ইকুয়েডরের বিপক্ষে এবং ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল।</p> <p>ব্রাজিল স্কোয়াড</p> <p>গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এডারসন (ম্যানচেস্টার সিটি)।</p> <p>ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কৌটো (বরুসিয়া ডর্টমুন্ড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনিরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো, মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল)।</p> <p>মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্লামেঙ্গো), জোয়াও গোমেস (ওলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)।</p> <p>স্ট্রাইকার; রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (পালমেইরাস), লুইজ হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্লামেঙ্গো), সাভিনহো (ম্যানচেস্টার সিটি)।</p>