<p style="text-align:justify">শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। আর এই ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের মেয়ে সাথিরা জাকির জেসি।</p> <p style="text-align:justify">ডাম্বুলায় আজ সাড়ে ৩টায় এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল পরিচালনার জন্য যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি। মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এবারের আসরে এর আগে  তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরও পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা চলছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/28/1722134032-10079bad5151dad52ad88b54bc72db37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা চলছে</p> </div> </div> </div> <p style="text-align:justify"> </p> </div> </div> <p style="text-align:justify">ফাইনালের দায়িত্ব পাওয়ার বিষয়টি গষমাদ্যমকে নিশ্চিত করেছেন জেসি নিজেই। তিনি জানান কেবল নিরপেক্ষ হিসেবে নয়, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে, ‘তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরও পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার দায় কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/28/1722134646-18e2999891374a475d0687ca9f989d83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার দায় কার</p> </div> </div> </div> <p style="text-align:justify"> </p> </div> </div> <p style="text-align:justify">সেমিফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা পোক্ত করে স্বাগতিক শ্রীলঙ্কা।</p> <p> </p>