<p>সংবাদ সম্মেলনে কোপা আমেরিকার ফাইনাল নিয়েই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল লিওনেল স্কালোনির। প্রতিপক্ষ কলম্বিয়াকে কীভাবে ধরাশায়ী করা যায়, কিংবা প্রতিপক্ষের শক্তি-দূর্বলতা বুঝে নিজেদের কৌশলে কতটা পরিবর্তন আনা যায় এমন সব প্রশ্নে জন্যই হয়তো বেশ প্রস্তুত ছিলেন আর্জেন্টাইন কোচ।</p> <p>স্কালোনি এসব প্রশ্নের উত্তর যে দেননি তা অবশ্য নয়। তবে ফাইনাল ম্যাচ কেন্দ্রীক প্রশ্নের বাইরে আর্জেন্টাইন কোচকে বেশি উত্তর দিতে হয়েছে উরুগুয়ে-কলম্বিয়ার মধ্যেকার সেমিফাইনাল ম্যাচের মারামারি নিয়ে। কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে উরুগুয়ের খেলোয়াড়দের মারামারির ঘটনার দুই তিন দিন পেরিয়ে গেলেও তার রেশ এখনো রয়ে গেছে। তবে আগামীকাল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচে এমন কিছু ঘটুক তা দেখতে চান না স্কালোনি।</p> <p>শান্তিপূর্ণভাবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল যেন শেষ হয় এমনটাই আশার করছেন স্কালোনি। তিনি বলেছেন,‘ আশা করছি সমর্থকরা ম্যাচটি উপভোগ করবে। শান্তিপূর্ণভাবে ম্যাচটি শেষ হলে শিরোপা জয়ের আনন্দ পূর্ণতা পাবে।’</p> <p>সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া ফাইনাল নিশ্চিত করার পর দেখা যায় মাঠে কিছুটা সময় দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে মাঠে যা হয়নি সেটা কিছুক্ষণ পরেই দেখা গেছে গ্যালারিতে। উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের প্রতি আক্রমণাত্মক আচরণ করায় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেজ ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। সেই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে কনমেবল।</p> <p>উরুগুয়ের দলের প্রতি সমবেদনা জানিয়ে স্কালোনি বলেছেন,‘আমরা খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে খেলোয়াড়দের প্রতিক্রিয়া অনুমান করা কঠিন। আশা করি এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর ঘটবে না। এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজেদের প্রিয়জনকে দেখাটা সত্যি পীড়াদায়ক।’ </p>