<p>ইউরোর ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে বল জালে পাঠিয়েছিল আলবেনিয়া। মাত্র ২৩ সেকেন্ডে, সেটিও কিনা আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। তবে আলবেনিয়ানদের এই চমক স্থায়ী হতে দেয়নি আজ্জুরিরা। আলেসান্দ্রো বাস্তোনি ও নিকোলা বারেল্লার গোলে ২-১ ব্যধানের জয় নিয়ে তারা ইউরোর শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে।</p> <p>ডর্টমুন্ডে কিক অফের পরপরই নিজেদের অর্ধে থ্রো ইন পায় ইতালি। সেখানেই ভুলটা করে বসেন ফেদেরিকো দিমার্কো। থ্রো ইনেই বল তুলে দেন প্রতিপক্ষ ফরোয়ার্ড নাদিম বাজরামির পায়ে। বক্সে ঢুকে বাকি কাজটুকু মুন্সিয়ানার সঙ্গেই সারেন আলবেনিয়ান ফরোয়ার্ড। জিয়ানলুইজি দোনারুম্মার বাধা উপেক্ষা করে জোরালো শটে প্রথম পোস্ট দিয়ে বল জালে জড়ান।</p> <p>এর প্রতিক্রিয়ায় আজ্জুরিরা উপহার দিয়েছে আরও দুটি অসাধারণ গোল। দশ মিনিটের ব্যবধানে লরেঞ্জো পেল্লেগ্রিনির ক্রসে আলেসান্দ্রো বাস্তোনির চোখধাঁধানো হেডার জালে জড়ায়। লুসিয়ানো স্পালেত্তির দল এরপর লিড নিতেও সময় নেয়নি। ১৬ মিনিটে ২-১ করে ফেলেন নিকোলা বারেল্লা। বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করেছেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত সেটিই হয়ে যায় জয়সূচক। আলবেনিয়ার স্বান্ত্বনা তাই দ্রুততম গোলটিতেই আটকে, জয় নিয়ে মাঠ  ছাড়ে ইতালি। গোলডটকম<br />  </p>