<p>টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা দেখছেন না সমর্থকরা। সম্প্রতি বাংলাদেশের দলের পারফরম্যান্স বেশ নড়বড়ে। তবে ক্রিকেটাররা ঠিকই ধরে রেখেছেন মনোবল। অভিজ্ঞ তারকা মাহমুদ উল্লাহ রিয়াদ মনে করেন, যদি শুরুটা ভালো হয় তাহলে তাহলে অনেক দূর যেতে পারেন।</p> <p>বিশ্বকাপ খেলতে নামার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন মাহমুদ উল্লাহ, ‘টি-টোয়েন্টি ক্রিকেট নির্দিষ্ট করে বলা যায় না, যেকোনো কিছু হতে পারে। আমাদের যেমন প্রস্তুতি দেখা যাক…সব কিছু নির্ভর করছি কিভাবে আমরা শুরু করছি। শুরুটা ভালো হলে অনেক দূর যাব।’</p> <p>এবার ২০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। সুপার এইটে যেতে হলে পাঁচ দলের মধ্যে সেরা দুয়ে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দল গ্রুপে থাকায় কাজটা মোটেও সহজ নয়।</p> <p>প্রতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা নিয়ে গিয়ে বাজে ফল করে আসে দল। এবার সেই ধারা বদলের আশা মাহমুদ উল্লাহর, ‘সুযোগ সব সময়ই থাকে, চেষ্টার আমাদের কমতি থাকে না। ইনশাআল্লাহ এবার ভালো করব। পারফরম্যান্স দিয়ে হোক, অভিজ্ঞতা দিয়ে হোক, উপস্থিতি দিয়ে হোক। আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’</p> <p>তিনি মনে করেন, ‘ট্রফি জিনিসটা এটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা কয়েকটা মেগা ইভেন্টে কাছে গিয়েছিলাম। সমর্থন করেন, যতখানি পারি করব।’</p> <p>মাহমুদ উল্লাহর নেতৃত্বে ২০২১ বিশ্বকাপে মূল পর্বের সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তার ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল খারাপ। ২০২২ বিশ্বকাপে তাই তিনি আর সুযোগ পাননি। তবে ঘুরে দাঁড়িয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্ব আসরে ফের জায়গা করে নিয়েছেন ৩৮ পেরোনো অভিজ্ঞ ব্যাটার।</p>