<p>দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে রান পাহাড় বানাচ্ছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে ৪ উইকেটে ৩১৪ রানে প্রথম দিন শেষ করা লঙ্কানরা আজ দ্বিতীয় দিনেও শাসন করছে বাংলাদেশি বোলারদের। ছুটছে ৫০০ রানের দিকে। কোথায় থামবে সফরকারীরা?</p> <p>এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৪৭১ রান তুলেছে শ্রীলঙ্কা। </p> <p>৩৪ রান নিয়ে অপরাজিত থাকা দিনেশ চান্ডিমাল ও ১৫ রান নিয়ে অপরাজিত থাকা ধনঞ্জয়া ডি সিলভা আজ দ্বিতীয় দিন শুরু করেন। সকালে সেশনের স্বাগতিকদের ভোগান এই দুজন। দিনের ১৬তম ওভারে সাকিবের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চান্ডিমাল, ১০৪ বল খেলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন। ৫ উইকেটে ৪১১ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা। </p> <p>দ্বিতীয় সেশনের শুরুতে ধনঞ্জয়াকে ফেরান খালেদ আহমেদ। দলীয় ৪১১ রানের মাথায় খালেদের বলে এলবিডব্লিউ হন ধনঞ্জয়া। ১১১ বল খেলে ৬টি চার ও ২ ছক্কায় ৭০ রান করেন তিনি। এরপর স্বাগতিক বোলারদের শাসন করছেন কামিন্দু মেন্ডিস ও প্রবথ জয়সুরিয়া।</p>