<p>বগুড়ায় ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শহরের কোর্ট হাউস স্ট্রিট থেকে শুরু করে সাতমাথা চত্বরে দায়িত্বরত শিক্ষার্থীদের ছাতা প্রদান করা হয়।</p> <p>বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার উদ্যোগে ছাতা বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া শুভসংঘের সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজীব, সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, মেঘলা, রুমেল, সনিসহ অন্যান্য শুভার্থী।</p> <p>ছাতা গ্রহণের পর শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন ফারদিন ও সম্পদ রহমান। তারা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানান। </p> <p>তারা বলেন, ‘ভালো কাজের জন্য উপহার সব সময় ভালো লাগে। ছাত্র-জনতার বিজয়ের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কাজ করছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই তারা রাজপথে আছে। এই সময়ে ছাতা তাদের অনেকটাই স্বস্তি দেবে।’</p>