<p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য ফাইজা জারিফ জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১১ জুন) ঢাবির ‘খ’ ইউনিটের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। </p> <p style="text-align: justify;">জুঁইয়ের বাবা জারিফ হোসেন হাবু বানারীপাড়ার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে স্বামীর শূন্য আসনে জুঁইয়ের মা ফারজানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। </p> <p style="text-align: justify;">জুঁইয়ের দাদা প্রয়াত আব্দুল মালেক হাওলাদার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০২১ সালে জুঁই বিদ্যালয়টি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০২৩ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। </p> <p style="text-align: justify;">বাবার অকাল মৃত্যুতে পরিবারে অর্থাভাব থাকলেও অদম্য মেধা, দৃঢ়ইচ্ছা, ও নিরলস অধ্যবসায় জুঁইয়ের সাফল্যের চাবিকাঠি। কোচিং বা প্রাইভেট পড়ার সুযোগ না পেয়েও নিজ প্রচেষ্টায় জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কৃতিত্ব অর্জন করেন। </p> <p style="text-align: justify;">জুঁই বলেন, বাবা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তার শূন্যতা প্রতি মূহুর্তে অনুভব করি। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে যেন সুশিক্ষিত আদর্শবান মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি। </p>