<p>বসুন্ধরা শুভসংঘ মধুখালী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) পথচারী ও ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।</p> <p>মধুখালী উপজেলার বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ নানা স্থানে অবস্থানরত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এ দিন ইফতার বিতরণ করা হয়। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মধুখালী উপজেলা শাখার সদস্য মুহাম্মদ মাহিন, ক্যালভীন আজাদ রাব্বু, লামিসা বিনতে আলম, যুথি খাতুন, মেহেদী হাসান লিমন, মনিরা খাতুন, রিজুয়ান ইসলাম, আবিদ হাসান, রনি শেখ, বোরহান সিদ্দিক, আশিক, আব্দুল্লাহ, সাজন, তপু ও ইমরান।</p>