<article> <p style="text-align: justify;">শিশু যদি প্রস্রাব করার সময় জ্বালা-যন্ত্রণা অনুভব করে, তবে বুঝতে হবে এটি হলো ইউ টি আই অর্থাৎ মূত্রতন্ত্রের ইনফেকশন। প্রস্রাবে ব্যথার আরো কিছু কারণ আছে। যেমন : যৌনাঙ্গে কোনো ইনজুরি বা মূত্রতন্ত্রে পাথর।</p> <p style="text-align: justify;">এই সমস্যায় পরামর্শ দিয়েছেন—</p> <p style="text-align: justify;"><b>প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী</b></p> <p style="text-align: justify;">সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ</p> <p style="text-align: justify;">চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।</p> </article> <article> <p style="text-align: justify;"><b>উপসর্গ ও লক্ষণ</b></p> <p style="text-align: justify;">* প্রস্রাব করতে গেলে জ্বলছে মনে হয়</p> <p style="text-align: justify;">* ঘন ঘন প্রস্রাব</p> <p style="text-align: justify;">* প্রস্রাবে রক্ত, বিবর্ণ মূত্র বা দুর্গন্ধযুক্ত</p> <p style="text-align: justify;">* কাঁপুনি-জ্বর</p> <p style="text-align: justify;">* বাচ্চার খিদে কম, নিস্তেজ</p> <p style="text-align: justify;">* রুক্ষ মেজাজ</p> <p style="text-align: justify;">* বমি বমি ভাব ও বমি</p> <p style="text-align: justify;">* পিঠের নিচের দিকে বা পেটে ব্যথা</p> <p style="text-align: justify;"><b>করণীয়</b></p> <p style="text-align: justify;">* প্রেসক্রিপশন মেনে চলা</p> <p style="text-align: justify;">* বেশি বেশি পানি ও তরল খাবার খেতে উৎসাহ দান</p> <p style="text-align: justify;">* ব্যথা লাঘবে প্যারাসিটামল দেওয়া যায়</p> <p style="text-align: justify;">* ডাক্তার দেখানো</p> <p style="text-align: justify;"><b>প্রতিরোধ</b></p> <p style="text-align: justify;">* শিশুর যৌনাঙ্গ অল্প ক্ষারযুক্ত সাবান ও ঈষদুষ্ণ জলে ধোয়া। বাবল সোপ ও পারফিউমড সোপ ব্যবহার না করা</p> <p style="text-align: justify;">* শিশু প্রস্রাব-পায়খানা করলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া। তাড়াতাড়ি ডায়াপার পাল্টানো</p> <p style="text-align: justify;">* শিশুকে প্রস্রাব বেশিক্ষণ জমিয়ে না রাখতে বলা</p> <p style="text-align: justify;">* শৌচের পর কন্যাসন্তান যেন সামনে থেকে পেছনে এই পদ্ধতিতে পায়ুপথ ভালোভাবে ধোয়, টয়লেট পেপার যেন থেকে না যায়</p> <p style="text-align: justify;">* সন্দেহ থাকলে বয়ঃসন্ধিকালের সন্তানের এসটিডির পরীক্ষা করিয়ে নেওয়া</p> </article>