<article> <p style="text-align: justify;">শীতের রাতে গরম কম্বল ছেড়ে বারবার ওয়াশরুমে যেতে কার ভালো লাগে বলুন? এটি শীতের একটি বিশেষ শারীরিক সমস্যা। কিন্তু কেন এমনটা হয়?</p> <p style="text-align: justify;"><b>কারণ</b></p> <p style="text-align: justify;">* শীতের সময় ঘাম কম হয়, তাই ত্বকের মাধ্যমে শরীর থেকে পানি বের হয় না। আমরা যেটুকু পানি পান করি না কেন তার বেশির ভাগই  প্রস্রাব হিসেবে বের হয়।</p> <p style="text-align: justify;">* চা, কফি পান করা।</p> </article> <article> <p style="text-align: justify;">* অ্যালকোহল জাতীয় পানীয় পান করলে।</p> <p style="text-align: justify;">* মূত্রবর্ধক ওষুধ খেলে।    </p> <p style="text-align: justify;"><b>রোগ</b></p> <p style="text-align: justify;">ঘন ঘন প্রস্রাব অনেক রোগের প্রাথমিক উপসর্গ হতে পারে। যেমন—</p> <p style="text-align: justify;">* ডায়াবেটিস মেলাইটাস</p> <p style="text-align: justify;">* ডায়াবেটিস ইনসিপিডাস</p> <p style="text-align: justify;">* মূত্রনালি ও মূত্রথলির ইনফেকশন</p> <p style="text-align: justify;">* রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে বৃদ্ধি (হাইপারক্যালসিমিয়া)</p> <p style="text-align: justify;">* সাইকজেনিক পলিডিপসিয়া  (মনোরোগজনিত পানির পিপাসা)</p> <p style="text-align: justify;">কিভাবে বুঝবেন যে রোগের জন্য আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে?</p> <p style="text-align: justify;">নিচের রোগ নির্দেশক লক্ষণগুলো থাকলে—</p> <p style="text-align: justify;">* পানি পিপাসা, ক্ষুধা বেড়ে যাওয়া, মিষ্টি খাবারের প্রতি আগ্রহ, দুর্বলতা (ডায়াবেটিস মেলাইটাস)</p> <p style="text-align: justify;">* পানি পিপাসা, দুর্বলতা, পানি শূন্যতা, মস্তিষ্কের রোগ, কিডনির রোগ (ডায়াবেটিস ইনসিপিডাস)</p> <p style="text-align: justify;">* প্রস্রাবে জ্বালা-পোড়া, তলপেটে ব্যথা, জ্বর (মূত্রনালি ও মূত্রথলির ইনফেকশন)</p> <p style="text-align: justify;">* শরীর ব্যথা, পানি পিপাসা, দুর্বলতা, ক্যান্সারের ইতিহাস থাকলে (হাইপারক্যালসিমিয়া)</p> <p style="text-align: justify;">* মানসিক রোগের ইতিহাস থাকলে, বিশেষ করে মহিলা রোগী (সাইকজেনিক পলিডিপসিয়া) </p> <p style="text-align: justify;"><b>করণীয়</b></p> <p style="text-align: justify;">শীতে ঘন ঘন প্রস্রাব একটি সাধারণ উপসর্গ।</p> </article> <article> <p style="text-align: justify;">প্রথমে খেয়াল রাখতে হবে, এখানে রোগ নির্দেশক যে লক্ষণগুলো বর্ণিত হয়েছে সেগুলো আছে কি না। এখানে উল্লিখিত লক্ষণগুলো না থাকলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। নিচের নিয়মগুলো মেনে চললে প্রতিকার পাওয়া যাবে।</p> <p style="text-align: justify;">* পরিমাণমতো পানি পান করা</p> <p style="text-align: justify;">* প্রস্রাব আটকে না রাখা</p> <p style="text-align: justify;">* চা-কফি পান সীমিত করা </p> <p style="text-align: justify;">* অ্যালকোহল জাতীয় পানীয় বর্জন করা</p> <p style="text-align: justify;">* মূত্রবর্ধক ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া   </p> <p style="text-align: justify;">ঘন ঘন প্রস্রাবের সঙ্গে রোগ নির্দেশক লক্ষণগুলো থাকলে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।</p> </article> <article> <p style="text-align: justify;">পরামর্শ দিয়েছেন</p> <p style="text-align: justify;"><b>ডা. পংকজ কান্তি দত্ত</b></p> <p style="text-align: justify;">সহকারী অধ্যাপক</p> <p style="text-align: justify;">মেডিসিন বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ</p> </article>