<p>বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। আজ শুক্রবার বিমানবন্দরে পৌঁছলে তাকে মালয়েশিয়া প্রবেশে বাধা দেয় পুলিশ।</p> <p>ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।</p> <p>সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন দেশটিতে ঢুকতে বাধা দেয়। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পূজামণ্ডপে হিন্দু ধর্মের মন্ত্র পাঠ করলেন জামায়াত নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728660091-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পূজামণ্ডপে হিন্দু ধর্মের মন্ত্র পাঠ করলেন জামায়াত নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434138" target="_blank"> </a></div> </div> <p>এর আগে আজ শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।</p> <p>জানা যায়, গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারি। ৯ দিনের মাথায় আবার মালয়েশিয়া ফিরে গেছেন।</p>