<p>আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উদ্যোগে কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে রান্না করা খাবারসহ বিভিন্ন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।</p> <p>আজ শনিবার (২৪ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।</p> <p>তিনি বলেন, ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু বন্যায় তলিয়ে যাওয়ার কারণে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে শুক্রবার রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দির জন্য খাবার সরবরাহ করা হচ্ছে।</p> <p>জানা গেছে, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্যসহায়তা কার্যক্রম চলমান থাকবে।<br />  </p>