<p>১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমণ্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেক করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করছেন এ বিষয়ে। তাদের দাবি, স্বৈরাচার সরকারের মতো কারো ব্যক্তিগত তথ্য বা বস্তুতে কারো হস্তক্ষেপ কাম্য নয়।</p> <p>এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের অবস্থান জানিয়েছেন। সবারই ভাষ্য, এটি নিন্দনীয় কাজ।</p> <p>তবে এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচারের আনার আহ্বান জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রসহ ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/15/1723728937-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রসহ ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/15/1415288" target="_blank"> </a></div> </div> <p>তিনি তার ফেসবুক লিখেছেন, ‘কারো ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে।'</p> <p>নাহিদ আরো বলেন, ‘আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে, অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধানমণ্ডি ৩২ নম্বরে ফোন চেকিং, যা বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/15/1723722605-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধানমণ্ডি ৩২ নম্বরে ফোন চেকিং, যা বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/15/1415272" target="_blank"> </a></div> </div> <p>এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন, সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।’</p>