<p>বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকে। ফলে ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।</p> <p>ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র-শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে এবার ঈদের সময় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।</p> <p>ঈদের ছুটি শেষে কেউ ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারলে কাটাতে পারবেন লম্বা ছুটি। ২১ ও ২২ (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় তাকে যোগদান করতে হবে ২৩ জুন (রবিবার)। সে ক্ষেত্রে ৯ দিনের টানা ছুটি ভোগ করা যাবে।</p> <p>চাঁদ দেখা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।</p>