<p>জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ইতিমধ্যে সৌদি আরবে এ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসবের তারিখও ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী ১৬ জুন (রবিবার) ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার (৬ জুন) জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।</p> <p>বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে আজ শুক্রবার (৭ জুন)। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে এদিন।</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/national/2024/06/07/1395385"><span style="color:#e74c3c;">বাজেটে দাম বাড়ল ও কমল যেসব পণ্যের</span></a></p> <p>গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রবিববার) ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।</p> <p>সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে আগামীকাল শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/national/2024/06/06/1395179"><span style="color:#e74c3c;">কত টাকা আয় করলে দিতে হবে কর</span></a></p> <p>বৃহস্পতিবার কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হলেও এসব দেশে চাঁদ দেখা গেছে এমন কোনো খবর গণমাধ্যমে আসেনি। যদি গতকাল চাঁদ দেখা যেত তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ১৬ জুন দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হত। তবে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশগুলোতে ঈদ উদযাপন করবেন মুসলিম নাগরিকরা।</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/national/2024/06/03/1394045"><span style="color:#e74c3c;">বাড়ছে সরকারি অফিস টাইম</span></a></p> <p>এ ছাড়া ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, হংকং, ব্রুনাইসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশে শুক্রবার জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। এসব দেশে আজ চাঁদ দেখা গেলে ১৭ জুন ঈদ উদযাপিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে ১৮ জুন ঈদ উদযাপন করা হবে।</p>