<p>দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের বেশির ভাগ অঞ্চলেই বিস্তার লাভ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই-একদিনের মধ্যে এটি পুরো দেশেই বিস্তার লাভ করতে পারে। বর্ষার শুরুতে চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।</p> <p>চলতি (জুন) মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিপ্তর বলেছে, ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। </p> <p>এ ছাড়া এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। </p> <p>জুন মাসের পূর্বাভাসে আরো বলা হয়েছে, সাগরে এক থেকে দুইটি লঘুচাপও সৃষ্টি হতে পারে এ মাসে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। সারা দেশে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে। বিচ্ছিন্নভাবে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি  তাপপ্রবাহ বয়ে যেতে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে স্বাভাবিকের চেয়ে ৯.৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মূলত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মাসের শেষ দিকে দেশে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে।</p>