<p>মেট্রো রেলের উত্তরা ও মতিঝিল স্টেশন থেকে প্রতি ১৫ মিনিট পর পর মেট্রো রেল ছাড়া হবে। এতে করে মাঝের স্টেশনগুলোতেও যাত্রীদের ট্রেনের জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। </p> <p>আজ বৃহস্পতিবার (৩০ মে) থেকেই এই সময়সূচী অনুসরণ করে মেট্রো রেল চলবে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে। তবে এর পেছনে কী কারণ তা জানা যায়নি। </p> <p>প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলছেন, অনিবার্য কারণবশত আজ মেট্রো রেল ১৫ মিনিট হেডওয়েতে চলাচল করবে। পরবর্তিতে নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে।</p>