<p style="text-align: justify;">রাজধানীর বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে বনানী আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশে কমলাপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস থেকে পড়ে মারা যায় শিশুটি। শিশুটির নাম জানা যায়নি। </p> <p style="text-align: justify;">ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তারা মিয়া তিনি বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামের পশ্চিম পাশে কমলাপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে নিচে পড়ে মারা যায় শিশুটি। খবর পেয়ে রাতেই সেখান থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।</p>