<p>বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন। </p> <p>সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে লিখেছেন : ‘Unless the United States gets its puppet regime in place in Bangladesh, no election will be good enough according to them!’</p> <p>এর বাংলা অনুবাদে তিনি লিখেছেন : যুক্তরাষ্ট্রের মতে, বাংলাদেশে যদি তাদের ‘পাপেট’ সরকার ক্ষমতায় না আসে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়!</p> <p>এর মধ্য দিয়ে সজীব ওয়াজেদ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেই ইঙ্গিত করেছেন তা বোঝা যায় পোস্টে তাঁর হ্যাশট্যাগ থেকে। </p> <p>#Bangladesh #BangladeshPolls #Election2024 #BangladeshElection #BangladeshElections2024</p>