<p>পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১।</p> <p>এর আগে স্থানীয় সরকার বিভাগে উত্থাপিত অভিযোগে বলা হয়, এলজিউডির সদরদ প্তরসহ ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ভয়ে তটস্থ থাকেন। বিভিন্ন সময়ে এলজিইডির প্রধান প্রকৌশলীদের অত্যন্ত কাছের মানুষ পরিচয় দিয়ে সেলিম চেয়ারম্যান প্রভাব বিস্তার করেন।</p> <p>অভিযোগে আরো বলা হয়, এলজিইডিতে প্রকল্প পরিচালক নিয়োগ, জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী বদলি এবং প্রকল্পে আউটসোর্সিং লোক নিয়োগ বাণিজ্যে জড়িত রয়েছে। এ ছাড়া গত কয়েক বছরে কোটেশনের মাধ্যমে কাজ না করে বিল উত্তোলন করেছে। কাজ না করে বিল প্রদানে কেউ অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে অপমান-অপদস্থ ও হয়রানি করে থাকেন সেলিম চেয়ারম্যান।</p> <p> জানা গেছে, ঠিকাদারি কাজে জড়িত সেলিম পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেও তিনি কখনো এলাকায় থাকেন না। আগারগাঁয়ের এলজিইডি ভবন তার প্রধান আস্তানা। সকাল থেকে রাত পর্যন্ত এলজিইডি ভবনে অবস্থান করেন। এলজিইডিতে ভিআইপি লিফটে চড়েন। এলজিইডির রেস্টহাউসে ভিআইপি রুমে অবস্থানসহ সব সময় ফ্রি খাওয়াদাওয়া করেন তিনি।</p> <p>এদিকে সাময়িক বরখাস্ত হলেও এলজিইডিতে তার পদচারণ রয়েছে। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।</p>