<p>সদ্য গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রথমবার দেখল দুটি সিনেমা। এ দুটি সিনেমা হলো ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’। প্রায় সাত দশক ধরে চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছিল ‘সেন্সর বোর্ড’। সেটি ভেঙে করা হয়েছে ‘সার্টিফিকেশন বোর্ড’। এই বোর্ড আজ সোমবার প্রথম সভায় বসেছিলে। প্রথম দিন তারা ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ নামে দুটি সিনেমা দেখে।</p> <p>বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা খিজির হায়াত খান জানান, আনুষ্ঠানিকভাবে বোর্ড সিনেমা দেখেছে আজ। দুটি সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেন আরেক সদস্য অভিনেত্রীর কাজী নওশাবা আহমেদ।</p> <p>তবে খিজির হায়াত খান বলেন ‘যে কাজটি আমরা শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত কঠিন। একটু সময় লাগবে বিধিগুলো সংস্কার করে চলচ্চিত্রবান্ধব করতে। চলচ্চিত্রে অবশ্যই পরিবর্তন আসবে। আপাতত সিনেমা হলে যেন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পেতে পারে, সেদিকে নজর দিচ্ছি আমরা।’</p> <p>চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গত ২২ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।</p>