<p>বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। অভিনেতার একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। গত বছর ‘সেলফি’, ‘মিশন রানিগঞ্জ’-এর মতো সিনেমা ফ্লপ হয় বক্স অফিসে। তবে ‘ও মাই গড ২’ বক্স অফিসে হিট হয়। যদিও সিনেমাটির মুল ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এ বছর অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ এবং ‘সারফিরা’, দুটি সিনেমাই বক্স অফিসে ফ্লপ। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘খেল খেল মে’ নিয়ে প্রত্যাশা ছিল অনেক, তবে এটিও হতাশ করেছে অক্ষয় ভক্তদের। </p> <p>বক্স অফিস সূত্র অনুসারে, মুক্তির দিনে মাত্র ২৬ কোটি রুপি আয় তুলতে পেরেছে অক্ষয়ের সিনেমাটি। বক্স অফিসে একেবারে ব্যর্থ হয়েছে এটি।</p> <p>বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দিন ৫ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে অক্ষয়-তাপসী অভিনীত সিনেমাটি। আর ১৬তম দিনে আয় করেছে মাত্র ৬০ লাখ! ১৬ দিনে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৬.৬৫ কোটি। আর বিশ্বব্যাপী আয় করেছে ৪১.৫০ কোটি রুপি। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি। বক্স অফিসের হিসাবে, প্রেক্ষাগৃহে ফ্লপ অক্ষয়ের এই সিনেমাও।</p> <p>একই সময় মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের ‘স্ত্রী ২’ রীতিমতো তাণ্ডব চালিয়েছে বক্স অফিসে। ১৬ দিনে সিনেমাটি আয় তুলে নিয়েছে ৪৪১ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৬৩০ কোটি। স্ত্রী ২-এর তাণ্ডবে বক্স অফিসে দাঁড়াতেই পারেনি অক্ষয়ের ‘খেল খেল মে’। এমনকি একই সময়ে মুক্তি পাওয়া জন আব্রাহামের ‘বেদা’ সিনেমাটিও ফ্লপ হয়েছে। ভারতীয় বক্স অফিসে এটি আয় করেছে ২০ কোটির মতো।</p> <p>সামনে অক্ষয়ের সিনেমার পাইপলাইন বেশ শক্তিশালী। ইতোমধ্যে ‘ওয়েলকাম ৩’ সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেতা। এ ছাড়া বলিউডের মাস্টারপিস কমেডি চলচ্চিত্র ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি আনছেন অক্ষয়। আরশাদ ওয়ার্সির সঙ্গে ‘জলি এলএলবি ৩’-এর শুটিংও শুরু করেছেন খিলাড়ি। এখন সময় বলে দেবে, কোন সিনেমা অক্ষয়ের জন্য সৌভাগ্য বয়ে আনে। তিনটি সিনেমা ঘিরেই দর্শক চাহিদা তুঙ্গে।</p>