<p>গতকাল ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে তিনি নিহত হন। তাকে নিয়ে কাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে হাহাকার। বিনোদন মাধ্যমের তারকারা তাকেসহ পুরো আন্দোলন নিয়ে নানা ধরনের পোস্ট করছেন। অনেকে লিখছেন কবিতা। তবে ব্যতিক্রমী কাজ করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিয়মিত ছবি আঁকেন তিনি। এবার তিনি আঁকলেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের রক্তাক্ত ছবি। চেনা অবয়বে ফুটে তুলেছেন সাঈদকে। সঙ্গে জুড়ে দিয়েছেন তার প্রিয় কাকের ছবি। সেটা পোস্ট করেছেন ফেসবুকে। অনেকেই তার এই অভিনব প্রতিবাদের প্রশংসা করছেন। </p> <p>তার সঙ্গে সৈয়দ শামসুল হকের একটি কবিতা জুড়ে দিয়েছেন। ভাবনা লিখেছেন, ‘এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।’</p>