<p style="margin-bottom:13px">দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস এর ভোকাল ও পার্থ বড়ুয়া। মাঝেমধ্যে অভিনয়ও করেন। বছর কয়েক আগে তার ব্যবসা সফল ছবি ‘আয়নাবাজি’তে তার অভিনয় মনে রেখেছেন দশর্ক। এছাড়া কিছুদিন আগে মুক্তি পেয়েছিল পার্থ বড়ুয়া অভিনীত  ‘মেড ইন চিটাগং’ নামে পূর্ণাঙ্গ সিনেমাও। মাঝে লম্বা বিরতি নিয়ে ফের চলচ্চিত্রে নাম লেখালেন পার্থ বড়ুয়া।  চুক্তিবদ্ধ হয়েছেন সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমায়। চলতি মাসেই শুটিংয়ে অংশ নেবেন পার্থ।</p> <p>ছবিটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। এবারের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। নির্মাতা জানান, এই সিনেমায় পার্থকে ডা. তরফদার চরিত্রে দেখা যাবে।</p> <p>অভিনয় প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।’</p> <p> পার্থ বড়ুয়াপার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরণের চরিত্রে পার্থ দাকে এর আগে কেউ দেখেননি।’</p>