<p>উদ্বোধনী আয়োজন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে গতকাল থেকেই। স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে উদ্বোধনী আয়োজন। উদ্বোধন করবেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। আজই কানের পালে দে ফেস্টিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তাঁকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম।</p> <p>সারা পৃথিবী থেকে আসা অতিথিদের বরণ করবেন এবারের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ‘বার্বি’ খ্যাত আমেরিকান নির্মাতা-অভিনেত্রী গ্রেটা গারউইগ। ‘লিটল উইমেন’ [২০১৯] ছবিতে গ্রেটার পরিচালনায় অভিনয় করেছিলেন মেরিল স্ট্রিপ। উদ্বোধনী আয়োজনে স্বনামধন্য এই দুই নারীকে পাওয়া যাবে একসঙ্গে। থাকবেন কানের সভাপতি ইরিস নোব্লোক এবং উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ।</p> <p>উদ্বোধনী ও সমাপনী আয়োজন উপস্থাপনা করবেন ফরাসি অভিনেত্রী কামিল কতিঁ। এবারের উদ্বোধনী ছবি ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কওটা ডুপিউর ফরাসি ছবিটি কানের সঙ্গে আজই মুক্তি পাবে দেশটিতে।</p> <p> </p> <p><strong>প্রতিযোগিতায় যত ছবি</strong></p> <p>১১ এপ্রিল ঘোষণা করা হয়েছিল এবারের অফিশিয়াল সিলেকশন।</p> <p>মূল প্রতিযোগিতায় ঠাঁই পেয়েছে ২২টি, আঁ সার্তে রিগায় ১৫টি, প্রতিযোগিতার বাইরে পাঁচটি, মিডনাইট স্ক্রিনিংসে চারটি, কান প্রিমিয়ারে ছয়টি এবং স্পেশাল স্ক্রিনিংসে স্থান পেয়েছে পাঁচটি চলচ্চিত্র।</p> <p>রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গতবার রাশিয়ার ছবি বর্জন করেছিল কান, এবার মূল প্রতিযোগিতায় আছে দেশটির একটি ছবি। উপমহাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য আনন্দের খবর হলো, ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি লড়বে স্বর্ণপামের জন্য। ১৯৯৪ সালে সর্বশেষ ভারতের শাজি এন করুণের ‘সোয়াহাম’ ঠাঁই পেয়েছিল মূল প্রতিযোগিতায়। নবীন নারী পরিচালক পায়েল কাপাডিয়া তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে লড়বেন বিশ্ব চলচ্চিত্রের নামি সব নির্মাতার সঙ্গে।</p> <p>তালিকায় আছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা, ইয়োর্গোস লানতিমোস, পাওলো সরেন্তিনো, ডেভিড ক্রোনেনবার্গ, পল শ্রেডার, স্বর্ণপামজয়ী জ্যাক অদিয়াঁর। এশিয়ার আরেক প্রভাবশালী দেশ চীনের ছবিও আছে লড়াইয়ে—জিয়া জ্যাং-কির ‘কট বাই দ্য টাইডস’।</p> <p> </p> <p><strong>আঁ সার্তে রিগায় সৌদির ছবি</strong></p> <p>তরুণ পরিচালকদের ছবি নিয়ে এই প্রতিযোগিতা বিভাগে তিন বছর আগে লড়েছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি পুরস্কার না পেলেও পরের বছর পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ সেরা হয়েছিল এই বিভাগে। এবার এই দুই দেশের কোনো ছবি নেই, তবে আছে সৌদি আরবের ছবি। রক্ষণশীল দেশটি সম্প্রতি চলচ্চিত্র নির্মাণে বড় বিনিয়োগ করেছে, তারই ফল তৌফিক আল জায়েদির ‘নোরা’।</p> <p> </p> <p><strong>৯ বিচারকের ৫ জনই নারী</strong></p> <p>বিচারকদের প্রধান হিসেবে আগেই ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগের নাম জানিয়েছিলেন কান সভাপতি। পরে প্রকাশ করা হয় তাঁর নেতৃত্বাধীন প্যানেলের অন্য সদস্যদের নাম। মূল প্রতিযোগিতার বিচারক ৯ জন। তাঁদের মধ্যে নারীই সংখ্যাগরিষ্ঠ। গ্রেটা গারউইগ তো আছেনই, তাঁর সঙ্গে আরো আছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্লাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।</p> <p>পুরুষ বিচারকরা হলেন- স্বর্ণপামজয়ী জাপানি হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা এবং ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।</p> <p> </p> <p><strong>কানে ভারত</strong></p> <p>‌‘কান ক্লাসিকস’-এ এবার দেখানো হবে ভারতের শ্যাম বেনেগালের ‘মন্থন’ [১৯৭৬]। প্রদর্শনীতে পরিচালকের পাশাপাশি থাকবেন চলচ্চিত্রটির অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী স্মিতা পাতিলের পরিবার, প্রযোজক ও ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। ‘মন্থন’ ভারতের প্রথম গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র। গুজরাটের পাঁচ লাখ কৃষক ছবিটি নির্মাণে দুই রুপি করে বিনিয়োগ করেছিলেন।</p> <p>আঁ সার্তে রিগায় আছে ভারতের সন্ধ্যা সুরির ‘সন্তোষ’। এখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে আছেন শাহানা গোস্বামী। এ বিভাগের অন্য ছবি বুলগেরিয়ার কনস্তান্তিন বোজানভের ‘দ্য শেমলেস’-এ-ও আছেন দুই ভারতীয় অভিনেত্রী—অনসূয়া সেনগুপ্ত ও ওমারা শেঠি।</p> <p>ডিরেক্টরস ফোর্টনাইটে আছে করণ কান্ধারির ‘সিস্টার মিডনাইট’। এখানে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইনডিপেনডেন্ট সিনেমা বিভাগে নির্বাচিত ইরানের মায়সাম আলির ‘ইন রিট্রিট’-এ অভিনয় করেছেন ভারতের হরিষ খান্না। এ ছাড়া কানের লাল গালিচায় ভারতীয় অভিনেত্রীদের আনাগোনা দেখা যাবে হরহামেশাই। প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের হয়ে প্রতিবারই কানে হাজির হন নামি বলিউড তারকারা।</p> <p> </p> <p><strong>ধ্রুপদি বিভাগে নেপোলিয়ন</strong></p> <p>ফরাসি সম্রাট নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘নেপোলিয়ন’ [১৯২৭]। আজ উদ্বোধনী দিনে কান ক্লাসিকসে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ফ্রান্সের আবেল গঁস পরিচালিত ছবিটি। চলচ্চিত্রের নির্বাক যুগের গুরুত্বপূর্ণ এই ছবি পুনরুদ্ধার করতে ১৬ বছরের বেশি সময় লেগেছে। দুই ভাগে সাত ঘণ্টা দৈর্ঘ্যের ‘নেপোলিয়ন’। প্রথম অংশের দৈর্ঘ্য তিন ঘণ্টা ৪০ মিনিট। উৎসবে দেখানো হবে এই সংস্করণ।</p> <p>১৯২৭ সালের ৭ এপ্রিল প্যারিস অপেরায় ‘নেপোলিয়ন’-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট গ্যাস্তঁ দুমের্গ। এরপর ছবিটির মূল সংস্করণ আর কোথাও প্রদর্শিত হয়নি। ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে পাওয়া পরিচালক আবেল গঁসের চিত্র সম্পাদনার নোট এবং চিত্র সম্পাদকের সঙ্গে তাঁর আদান-প্রদান করা চিঠিপত্রের সুবাদে ছবিটির মূল সংস্করণের পুনরায় সম্পাদনা সম্ভব হয়েছে।</p> <p>সবাক ছবির আবির্ভাবের পর অবহেলায় ছবিটির বেশ কিছু রিল হারিয়ে গিয়েছিল, কিছু নষ্টও হয়ে গিয়েছিল। পরে ছবিটি অনেকবার সম্পাদনা করা হয়েছিল। এখন পর্যন্ত এর ২২টি ভিন্ন ভিন্ন সংস্করণ পাওয়া গেছে।</p> <p> </p> <p><strong>সম্মানসূচক স্বর্ণপাম</strong></p> <p>২০১৫ সাল থেকে দেওয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। আসরের সমাপনী দিনে [২৫ মে] এটি পাবেন কিংবদন্তি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাস। ‘স্টার ওয়ারস’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’-এর মতো ফ্রাঞ্চাইজি জর্জ লুকাসেরই মস্তিষ্কপ্রসূত। ১৯৭১ সালে কানের ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত হয় তাঁর প্রথম চলচ্চিত্র ‘টিএইচএক্স ১১৩৮’। জর্জ লুকাসের পাশাপাশি জাপানের স্টুডিও গিবলিকেও দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম। এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান পাচ্ছে এই সম্মাননা।</p> <p> </p> <p><strong>কুরোসাওয়ার ছবির দৃশ্য থেকে পোস্টার</strong></p> <p>গত মাসে প্রকাশ করা হয়েছে কানের এবারের অফিশিয়াল পোস্টার। পোস্টারে ঠাঁই পেয়েছে জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘র‍াপসোডি ইন আগস্ট’ [১৯৯১] ছবির বিখ্যাত একটি দৃশ্য। রাতে খোলা আকাশের নিচে বসে আছে বিভিন্ন বয়সী পাঁচজন। তাদের ওপর এসে পড়ছে চাঁদের আলো। সামনে বিস্তৃত আকাশ ও পাহাড়। মনোমুগ্ধকর এই দৃশ্য নিয়ে অফিশিয়াল পোস্টার ডিজাইন করেছেন প্যারিসের প্রতিষ্ঠান আর্টল্যান্ড ভিলার লিওনেল আভিনিয়োঁ ও স্টেফান দে ভিভিয়েজ।</p> <p>১৯৯১ সালে কানের ৪৪তম আসরে মূল প্রতিযোগিতার বাইরে ‘রাপসোডি ইন আগস্ট’-এর প্রিমিয়ার হয়। দুই বছর পর ১৯৯৩ সালে প্রদর্শিত হয় কুরোসাওয়ার শেষ ছবি ‘মাদাদায়ো’।</p> <p> </p> <p><strong>কানে বাংলাদেশ</strong></p> <p>কানের ফিল্মবাজার ‘মার্শে দ্যু ফিল্ম’-এ সারা দুনিয়ার চলচ্চিত্রজগতের মানুষ নিজেদের প্রজেক্ট নিয়ে হাজির হন। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেকেই সেখানে অংশ নিয়েছেন। এবার সে রকম কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে ঢাকার বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী এরই মধ্যে হাজির হয়েছেন কানসৈকতে।</p> <p>এবার কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ‘ক্রিটিকস উইক’-এর ৬৩তম আসরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ফিলিপাইনের আরভিন বেলারমিনোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র‌্যাডিক্যালস’। এটির সহপ্রযোজক বাংলাদেশের দুই নির্মাতা—আদনান আল রাজীব ও তানভীর হোসেন। তাই কানসৈকতে দেখা যাবে তাঁদেরও।</p> <p style="margin-bottom:13px"> </p>