<p style="text-align:justify; margin-bottom:11px">গল্পটি এমন- নজর মিয়া প্রায় ২০০ বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। তবে শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে ২০০ বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। শামীমের মতো হুবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবি করতে থাকে। এদিকে শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়। সে নজর মিয়াকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। শামীম রাতে ঘুমের মধ্যে ভৌতিক আওয়াজ শুনতে পায়। এভাবে ঘটতে থাকে নানা ধরনের ঘটনা।</p> <p style="text-align:justify; margin-bottom:11px">এমন গল্প নিয়ে বিটিভির জন্য নির্মিত হয়েছে সাপ্তাহিক নাটক ‘দম ফুরাইলে ঠুস’। আগামীকাল ২৭ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটকটি। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম।</p>