<p>বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের জন্য আস্থার এক নাম আইএমডিবি। IMDb হচ্ছে ইন্টারনেট মুভি ডাটাবেজ। এটি অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট যেটির রেটিংয়ের ওপর যেকোনো সিনেমা ও সিরিজের সর্বাধিক মানদণ্ড নির্ভর করে। বিশ্বের কোটি দর্শক অনুরাগী ও সমালোচকদের ভোট ও মতামত থেকে তৈরি হয় আইএমডিবি রেটিং যা একটি সিনেমা বা সিরিজের জন্য সর্বোচ্চ মান হিসেবেই বিবেচিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে অনেক রেটিং ও ডেটা ওয়েবসাইট তৈরী হয়েছে কিন্তু আইএমডিবি’র জনপ্রিয়তা এতটুকুও কমেনি।</p> <p>প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার সিনেমা/সিরিজ/ ডকুমেন্টারি তৈরি হয়। আইএমডিবি রেটিংয়ের মানদণ্ড অনুযায়ী সেগুলো দর্শকদের দেখার জন্য আকর্ষণ তৈরি করে। ২০২৩ সালেও অসংখ্য সিনেমা/ সিরিজ মুক্তি পেয়েছে। অসংখ্য সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে। তবে আইএমডিবির সেরার তালিকায় জায়গা পাওয়াটা মোটেও সহজ নয়। বিনোদন শিল্পে ব্যবসায়িক ও শৈল্পিক ঘরানার সিনেমা/সিরিজের পার্থক্য তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে আইএমডিবি। আইএমডিবির রেটিং অনুযায়ী সিনেমা বা সিরিজ দেখার যে মানদণ্ড তৈরি হয়েছে বিশ্বজুড়ে, তা এখনো অক্ষুন্ন রয়েছে। এ বছরও আইএমডিবির রেটিংয়ে সেরা সিনেমা ও সিরিজগুলো দর্শকদের আগ্রহের কেন্দুবিন্দুতে ছিল। </p> <p>চলুন একনজরে দেখে নেওয়া যাক বছর শেষে আইএমডিবি রেটিংয়ে সেরা ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র, যেগুলো বছরজুড়ে ছিল আলোচনায় এবং দর্শকপ্রিয়তায় ছিল সবার আগে। </p> <figure class="image"><img alt="1" height="281" src="https://deadline.com/wp-content/uploads/2023/05/the-flash-ezra-miller.jpg?w=681&h=383&crop=1" width="500" /> <figcaption><em><sub>দ্য ফ্লাশ</sub></em></figcaption> </figure> <p><strong>দ্য ফ্লাশ :</strong> ওয়ার্নার ব্রোস-এর চলচ্চিত্রটি বক্স অফিসে ভাল আয়ের পাশাপাশি ভাল আইএমডিবি রেটিং অর্জন করেছে। সিনেমাটির রেটিং ৬.৭। এ বছর আইএমডিবির বর্ষসেরা সিনেমার তালিকায় দশ নম্বরে রয়েছে এটি।</p> <p><strong>কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন : </strong>মার্টিন স্করসেজি ও লিওনার্দো ডিক্যাপ্রিও জুটির আরেকটি মাস্টারপিস ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ আইএমডিবির ৭.৮ রেটিং অর্জন করেছে। বিশ্বব্যাপী বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও অস্কারের দৌড়ে বেশ শক্তিশালী লড়াই করতে যাচ্ছে এটি। এ বছর আইএমডিবির তালিকায় নয় নম্বরে রয়েছে সিনেমাটি।</p> <p><strong>স্পাইডার-ম্যান: </strong>এক্রস দ্য স্পাইডার-ভার্স : মার্ভেলের চলচ্চিত্রটি বক্স অফিসে আশানুরুপ সাড়া ফেলতে পারেনি। তবে সমালোচকদের কাছে ভাল প্রশংসা পেয়েছে। সিনেমাটির আইএমডিবির রেটিং ৮.৬। বছর সেরা আইএমডিবির তালিকায় আট নম্বরে রয়েছে এটি।</p> <p><strong>ফাইভ নাইটস এট ফ্রেডি’স : </strong>এ বছর বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ফাইভ নাইটস এট ফ্রেডি’স সিনেমাটি। আইএমডিবি রেটিংয়ে ৫.৫ অর্জন করলেও সমালোচকদের মন জয় করতে পেরেছে সিনেমাটি। তাই  আইএমডিবি’র বছর সেরা তালিকায় এটি রয়েছে সাত নম্বরে।</p> <p><strong>দ্য সুপার মারিও বোজ ডট মুভি : </strong>বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা এটি। ১.৩ বিলিয়ন আয় করেছে সিনেমাটি। মার্ভেলের এ বছরের সবচেয়ে সফল এই সিনেমাটির আইএমডিবি রেটিং ৭। আইএমডিবির সেরার তালিকায় এটি ছয় নম্বরে জায়গা পেয়েছে। </p> <figure class="image"><img alt="1" height="281" src="https://images.squarespace-cdn.com/content/v1/51b3dc8ee4b051b96ceb10de/d4795c6b-9718-4c52-8d4a-858ce47cd694/review-john-wick-chapter-4-elevates-the-badass-action-franchise-to-a-new-level.jpg" width="500" /> <figcaption><sub><em>জন উইক : চ্যাপ্টার ৪ </em></sub></figcaption> </figure> <p><strong>জন উইক : চ্যাপ্টার ৪ : </strong>অ্যাকশনপ্রেমীদের সবচেয়ে পছন্দের ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক।’ এ বছর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা নিয়ে আসেন কিয়ানো রিভস। দর্শকমহলে প্রশংসায় পায় এটি। আইএমডিবি থেকে ৭.৭ রেটিং অর্জন করে। বক্স অফিসেও ভাল সাড়ে পেয়েছে এটি। আইএমডিবির বর্ষসেরা সিনেমার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে জন উইক : চ্যাপ্টার ৪।</p> <p><strong>দ্য লিটল মারমেইড :</strong> বছরের আলোচিত ও সফল চলচ্চিত্র দ্য লিটল মারমেইড। ডিজনির অ্যানিমেশন চলচ্চিত্রটি বক্স অফিসে ভাল আয় করেছে। সেই সঙ্গে দর্শকমহলে কুড়িয়েছে প্রশংসা। এটির আইএমডিবির রেটিং ৭.২। সমালোচকদের প্রশংসায় সিনেমাটি ২০২৩ সালের আইএমডিবির তালিকায় চার নম্বরে।</p> <p><strong>গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি- ভলিউড ৩ : </strong>মার্ভেলের প্রত্যাশিত চলচ্চিত্র গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি এ বছর আইএমডিবির রেটিং অর্জন করেছে ৭.৯। এ বছর আইএমডিবির সেরা সিনেমার তালিকায় তিন নম্বরে জায়গা পেয়েছে এটি।</p> <p><strong>বার্বি : </strong>বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র বার্বি। গ্রেটা গারউইগ পরিচালিত ও মার্গট রবি অভিনীত সিনেমাটি এ বছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমা। সেই সঙ্গে দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এটি। আইএমডিবির রেটিং অর্জন করেছে ৭। বছর শেষে আইএমডিবির সেরা সিনেমার তালিকায় ২ নম্বরে জায়গা করেছে বার্বি।</p> <p><strong>ওপেনহাইমার : </strong>আয়ের দিক থেকে বার্বিকে পেছনে ফেলতে না পারলেও সমালোচক ও বিশ্বের রেটিং সাইটগুলোর কাছ থেকে দুর্দান্ত রেটিং ও পর্যালোচনা পেয়েছে ওপেনহাইমার। পারমানবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে নির্মিত ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৯৫২ মিলিয়ন আয়ের পাশাপাশি আইএমবিডির ঈর্ষনীয় ৮.৪ রেটিং অর্জন করেছে। ২০২৩ সালের আইএমডিবির সেরা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ওপেনহাইমার।</p> <p><strong>দেখে নিন আইএমডিবির প্রকাশিত ২০২৩ সালের সেরা চলচ্চিত্রের তালিকা :</strong></p> <p><img alt="1" height="625" src="https://sportshub.cbsistatic.com/i/2023/12/06/9442ecd2-aed5-4579-8b58-1b3358e61c6c/imdb-top-10-movies-2023.jpg?auto=webp&width=1200&height=1500&crop=0.8:1,smart" width="500" /></p>