সর্বকালের সেরা ১০ কোরিয়ান সিনেমা
গত শতাব্দীর নব্বইয়ের দশকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান সাংস্কৃতিক আগ্রাসন। এই শতাব্দীর শুরু থেকে তার তীব্রতা ক্রমেই বেড়েছে। গান, চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক—‘কোরিয়ান ওয়েভ’-এর প্রধান তিন অস্ত্র। ২০১২ সালে ‘গাংনাম স্টাইল’ দিয়ে যে উচ্চতায় পৌঁছেছে কে-পপ, তার ধারাবাহিকতা ধরে রেখেছে ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’-এর মতো ব্যান্ডগুলো। ২০২০ সালে প্রথম অ-ইংরেজি ছবি হিসেবে অস্কারে সেরা ছবির স্বীকৃতি পায় ‘প্যারাসাইট’, এর পর থেকে কোরিয়ান ছবির প্রতি সারা বিশ্বের আগ্রহ তরতর করে বেড়েই চলেছে। খুঁজে খুঁজে দেখছে নতুন-পুরনো সব ছবি। আইএমডিবি রেটিংয়ে সর্বকালের সেরা ১০ কোরিয়ান চলচ্চিত্রের কথা পাঠকদের জানাচ্ছেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
সম্পর্কিত খবর