<p>চলতি বছরের শুরুতে বলিউড বাদশাহ শাহরুখ খান ঘোষণা দিয়েছিলেন, এ বছর পরপর তিনটি হিট সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। তাঁর এই ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়নি। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্য দিয়ে যেন বলিউডে নিজের রাজত্ব আবারও প্রমাণ করেছেন তিনি। এবার অপেক্ষায় তাঁর আসন্ন ‘ডানকি’ সিনেমার। যেটি আগামী ২২ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে চলেছে।</p> <p>তবে এই সিনেমায় আর অ্যাকশন অবতারে আসছেন না শাহরুখ খান। কেননা প্রথমবারের মতো রাজকুমার হিরানির নির্মাণে পর্দায় দেখা যাবে শাহরুখকে। আর হিরানির নির্মাণের মূল শক্তিই হলো গল্প। যে গল্পের পরতে পরতে থাকে হাসি-আনন্দ আর হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ। ‘ডানকি’ সিনেমার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টিজারেও সে আঁচ করেছে দর্শক। </p> <figure class="image"><img alt="1" height="338" src="https://images.ottplay.com/images/dunki-248.jpg?impolicy=ottplay-20210210&width=1200&height=675" width="600" /> <figcaption><sup><em>প্রকাশ হয়েছে ডানকির পোস্টার</em></sup></figcaption> </figure> <p>‘ডানকি’ সিনেমায় বাদশাহর নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়াও রয়েছেন ভিকি কৌশল, বোমান  ইরানিসহ অনেক প্রতিভাবান তারকা। এই ছবিও পাঠান-জওয়ানের মতো ব্যবসা করবে বলে আশা রাখছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা। তার আগে জানা গেছে এই সিনেমায় কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন।    </p> <p>সিনেমাটিতে শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি। খবর অনুসারে, শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮ কোটি টাকা। পাঠান আর জওয়ানের ক্ষেত্রেও তিনি এই পরিমাণ টাকা নিয়েছিলেন বলেই জানা গেছে। তবে পারিশ্রমিকের পাশাপাশি শাহরুখ খান সিনেমার একটা লভ্যাংশের চুক্তিও করে থাকেন। আর ডানকির একজন প্রযোজক হিসেবে রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও।</p> <p>অন্যদিকে তাপসী হলেন এই সিনেমায় হার্ডি অর্থাৎ শাহরুখ খানের প্রেমিকা। নাম মানু। সিনেমাটির জন্য তাপসী পারিশ্রমিক নিয়েছেন ১১ কোটি। এই প্রথম স্ক্রিন শেয়ার করবেন তাপসী আর শাহরুখ খান।</p> <p>ডানকিতে ভিকি কৌশলের চরিত্রের নাম সুখী। যে হার্ডি আর মানুর প্রাণের বন্ধু। সিনেমার জন্য ১২ কোটি পারিশ্রমিক নিয়েছেন ভিকি কৌশল।   </p> <p>‘ডানকি’ সিনেমায় বোমান ইরানিকে দেখা যাবে গুলাটি চরিত্রে। যিনি একজন শিক্ষক। ‘ডানকি’তে কাজ করতে বেশ ভালো অঙ্কের পারিশ্রমিকই পেয়েছেন তিনি। খবর বলছে, ১৫ কোটি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। এই সিনেমায় শাহরুখ খানের পরেই তাঁর পারিশ্রমিক সর্বোচ্চ। রাজকুমার হিরানির লাকি চ্যাম্প বললেও ভুল হয় না বোমানকে। এর আগের হিট ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’তে ছিলেন বোমান ইরানি।  </p> <p>‘ডানকি’তে রয়েছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। তিনি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন সাত কোটি। </p> <p>প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘ডানকি’। এটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বড়দিনের ছুটিতে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ডানকি’। ভক্তরাও রয়েছে অধীর আগ্রহে সিনেমাটির মুক্তির অপেক্ষায়।</p> <p>সূত্র : হিন্দুস্তান টাইমস</p>