<p style="text-align:justify">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।</p> <p style="text-align:justify">প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশটি বাংলাদেশ সার্ভিস রুলস মোতাবেক প্রত্যাহার করা হলো। এ ছাড়া তিনি বরখাস্ত থাকার সময় কাজে ছিলেন বলে গণ্য হবে। তাই বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পাবেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির অদেশ অনুযায়ী তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার তার কাজে যোগ দেওয়ার কথা।</p> <p style="text-align:justify">এর আগে গত ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করে পুলিশ হেডকোয়ার্টার্স।</p>