<p style="text-align:justify">সরকার পরিবর্তনের পরবর্তী সহিংসতা এবং নিরাপত্তার জন্য এলাকাকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে কাজ করছে ধানমণ্ডি সোসাইটি। স্থানীয় বাসিন্দাদের নিয়ে দিনে ও রাতে টহল জোরদার করেছে সংগঠনটি।</p> <p style="text-align:justify">জানা যায়, গতকাল বুধবার (৭ আগস্ট) থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করার পর ২১ জন দুর্বৃত্তকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ধানমণ্ডি  সোসাইটির টহল টিম। </p> <p style="text-align:justify">ধানমণ্ডি সোসাইটি জানায়, বুধবার রাত সাড়ে ১১টা হতে ভোর ৪টা পর্যন্ত  ধানমণ্ডি এলাকায় ট্রাকযোগে পাহারা দেওয়া হয়। এ সময় ধানমণ্ডির অনেক বাসিন্দা ধানমণ্ডি সোসাইটির টি-শার্ট পরে ঈদগাহ মসজিদের সামনে জমায়েত হয়। পরে তারা পাহারার কাজে নিয়োজিত হয়।</p> <p style="text-align:justify">জানা যায়, বেশ কয়েকটি টহল টিম ভোর ৫টা পর্যন্ত দলে দলে বিভক্ত হয়ে ধানমণ্ডির বিভিন্ন স্থানে টহল পরিচালনা করছে এবং বিভিন্ন এলাকা নিরাপদ রাখার কাজ করছে। </p> <p style="text-align:justify">চলমান অরাজকতার মধ্যে ধানমণ্ডি সোসাইটি ঘোষণা করে যে, দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করার আগ মুহূর্ত পর্যন্ত সোসাইটি তাদের টহল কার্যক্রম চলমান রাখবে। ধানমণ্ডিবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বরে (01404004101) কল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।</p>