<p>খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় স্বর্ণকুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে এবং পেশায় একজন বাবুর্চি ছিলেন। </p> <p>ঘটনাটি সোমবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতের কোনো এক সময়। স্থানীয়দের নিকট সংবাদ পেয়ে আজ মঙ্গলবার সকালে পোমাং পাড়া সড়ক থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।</p> <p>দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।</p>