<p>ফরিদপুরের সালথা উপজেলার কুমারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা হয়েছে সড়ক নির্মাণ কাজের সামগ্রী। ফলে গত দুই মাস ধরে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা ও চলাচল করতে পারছে না। এমতাবস্থায় মাঠে থাকা সামগ্রীগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।</p> <p>জানা গেছে, উপজেলার চন্ডিবর্দী থেকে কালীনগর বাজার পর্যন্ত ১১.৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। টেন্ডারের মাধ্যমে ওই সড়ক সংস্কার কাজটি করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ। সেই রাস্তা সংস্কার কাজের ইটের খোয়া ও বালু রেখে বিদ্যালয়ের মাঠটি দখল করে রাখা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে আহত ১৩২ জনকে চেক প্রদান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728818180-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে আহত ১৩২ জনকে চেক প্রদান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/13/1434723" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষকদের অভিযোগ, স্কুল ভবনের পাশেই রাখা হয়েছে ভারী ভারী যন্ত্র। খোয়া-বালু মিশ্রণের সময় ওইসব যন্ত্রের বিকট শব্দ আর ধুলাবালিতে অতিষ্ঠ হন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা। অন্যদিকে ওই মাঠেই বিটুমিন গলাতে ও পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিনও প্রস্তুত করে রাখা হয়েছে। সামনে যদি ওই মাঠে বিটুমিন গলানো হয়, তাহলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হবে বিদ্যালয় এলাকা। এতে শিক্ষার্থীদের ক্লাস করাই মুশকিল হয়ে পড়বে।  </p> <p>বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই মাস ধরে আমাদের বিদ্যালয়ের মাঠটি দখল করে খোয়া-বালু ও বড় বড় যন্ত্র রেখেছেন ঠিকাদারের লোকজন। এমনকি স্কুল ভবনের বারান্দায় পর্যন্ত তারা মাঝে মাঝে মালামাল রাখছেন। ফলে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। মাঠের এমন অবস্থা হওয়ায় অনেক শিশু শিক্ষার্থী ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাকড়ি সরাতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728817000-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাকড়ি সরাতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434718" target="_blank"> </a></div> </div> <p>এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠ দখল করে সড়কের সামগ্রী রাখার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে মাঠ দখলের সুযোগ করে দিয়েছেন বলে জানতে পেরেছি। তাই আমরা ঠিকাদারকে বলার পরেও মাঠ ছাড়ছে না তারা। এই অবস্থায় মাঠ থেকে সড়কের নির্মাণ সামগ্রীগুলো দ্রুত সরানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’  </p> <p>এ ব্যাপারে ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের ম্যানেজার সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, মাঠটা পুরোপুরি বিদ্যালয়ের না। মাঠের কিছু অংশ স্থানীয়দের। তাই স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মালামাল রাখা হয়েছে।</p> <p>সড়ক সংস্কার কাজের তদারকি কর্মকর্তা উপজেলা উপ-প্রকৌশলী কাইয়ুম হোসেন বলেন, ‘ঠিকাদার কোথায় মালামাল রাখবে এটা তার ব্যাপার। আমরা কাজ বুঝে পেলেই হলো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই যুবক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/17/1726594576-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই যুবক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/17/1426335" target="_blank"> </a></div> </div> <p>সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘বিদ্যালয় মাঠ দখলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ওই স্কুল মাঠ থেকে মালামাল সরানোর ব্যবস্থা করা হবে।’</p>