<p style="text-align:justify">সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">বুধবার (৯ অক্টোবর) সকালে রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। </p> <p style="text-align:justify">পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতি পূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়, তার পরও যতটুকু সম্ভব ক্ষতি পূরণ দেওয়া হবে।</p> <p style="text-align:justify">উপদেষ্টা আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে আপাতত পর্যটক ভ্রমণ বন্ধ রাখা প্রয়োজন, তাই বন্ধ রাখা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে খুলে দেওয়া হবে। জনগণের আস্থা অর্জনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করতে প্রশাসন কাজ করছে।</p> <p style="text-align:justify">তিনি শহরের বনরূপা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আঞ্চলিক পরিষদ কার্যালয় ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোদিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন প্রমুখ।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, রাঙামাটিতে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।</p>