<p>সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এনি রায় মারা গেছেন। সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের মেয়ে। </p> <p>নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, এনি রবিবার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে এনি বিছানা থেকে জেগে উঠে মা-বাবাকে বলেন, তাকে কিছু কামড় দিয়েছে। যন্ত্রণা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোশক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। </p> <p>চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, ‘রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অ্যান্টি ভেনমসহ সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।’</p>