<p>নেত্রকোনার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে জমির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার (৬ অক্টোবর) উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা টাকা দিতে রাজি না হওয়ায় লাঠি দিয়ে আঘাত করেন জুয়েল। এ সময় জমির উদ্দিন মারা যান। মরদেহ উদ্ধার করে জুয়েলকে আটক করে পুলিশ।</p> <p>খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।</p>