<p style="text-align:justify">গার্মেন্ট মালিকরা এলসির নামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728104948-7c87759eeaf1272791ba23638d52b972.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/05/1432005" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য সংসদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, ‘বিদেশে টাকা পাচার করার পরে মালিকদের এখন গার্মেন্টের প্রতি মায়াদয়া নেই। অনেক গার্মেন্টস মালিক অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুরসহ বিদেশের বিভিন্ন স্থানে রেস্তোরাঁসহ নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাঁচ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728103754-74ef21493aa7e57125669425d9a68f90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাঁচ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/05/1432002" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আমাদের কাছে এসব গার্মেন্টস মালিকের তালিকা আছে। সাংবাদিকরাও তালিকা প্রকাশ করেছেন। আজ দেশের শ্রমিকরা পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা দেশে আনেন, আর গার্মেন্টস মালিকরা দেশের অর্থ বিদেশে পাচার করেন। পাচারকারী ও রাজনৈতিক শক্তি যখন এক হয়ে যায় তখন তাঁদের ধরা মুশকিল।</p> <p style="text-align:justify">গার্মেন্ট শ্রমিক নেতা বলেন, আজ একদল ব্যাংক লুটেরা এক হয়েছে। যাঁরা বিগত দিনে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, তাঁরা চান দেশে এমন বিশৃঙ্খলা লাগুক যাতে এই সরকার টিকতে না পারে। কারণ এই সরকার এরই মধ্যে বলেছে, ব্যাংক লুটেরাদের আইনের আওতায় আনবে। এ জন্য অনেক ব্যাংক লুটেরা গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন।</p>