<p>ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিহত হন তারা।</p> <p>জানা গেছে, মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামকস্থানে তারা বজ্রাঘাতের শিকার হন। দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।  </p> <p>মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুজন তিতাস নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।</p>