<p style="text-align:justify">বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বারবার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার  ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগতভাবে বাতিল করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে দেশে আসতে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশে বাধা দেওয়া যাবে না।’</p> <p style="text-align:justify">সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত তিন শহীদ পরিবারকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অসভ্যতা আমদানির পাঁয়তারা প্রতিহত করা হবে : মামুনুল হক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727614976-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অসভ্যতা আমদানির পাঁয়তারা প্রতিহত করা হবে : মামুনুল হক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/29/1430163" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা তাহের ও তার অনুসারী ১৯ জনকে এবং একইভাবে তার (দুলুর) নিজের ভাতিজা সাব্বির আহেমদ গামা হত্যা মামলায় নাটোরের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১ জনকে রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের কাছ থেকে নিয়মিত অনুদান পেয়ে আয়েশি জীবনযাপন করছে। দণ্ডপ্রাপ্ত এসব সর্বহারা সন্ত্রাসী জেল না খেটে কেউ জনপ্রতিনিধি হয়েছে, কেউ আবার কলেজে শিক্ষকতা করেছে। গত ১৫ বছর তারা নাটোরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।’ </p> <p style="text-align:justify">সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি দুলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।</p>