<p>গাজীপুরে যেকোন ধরনের বিশৃঙ্খলার জবাব দিতে জামায়াতে ইসলামী গাজীপুর শাখা সতর্ক রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে। এখন সময় সন্ত্রাস আর দুর্নীতিবাজদের বিচারের সম্মুখীন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।</p> <p>রবিবার (১ সেপ্টেম্বর) টঙ্গীর চেরাগআলী এলাকায় উন্মুক্ত মাঠে এক কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।</p> <p>বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের-টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা আমির নেয়ামত উল্লাহ শাকের। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মসলিসে সুরা সদস্য ও গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন।</p> <p>টঙ্গী পশ্চিম থানা সেক্রেটারি ফজলুল হক নোমান এর  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগরীর এইচ আরডি সম্পাদক নজরুল ইসলাম, মহানগর নেতা এ এইচ এম ইরফানুল হক, অবিভক্ত টঙ্গী থানার সাবেক আমির গোলামুল কুদ্দুস, টঙ্গী পূর্ব থানার আমির এড রাজু আহমেদ, সেক্রেটারি সাইফুল্লাহ, শিবির টঙ্গী পূর্ব সভাপতি হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় শিবির নেতা ও টঙ্গী পূর্ব মজলিসে শুরা সদস্য ফখরুল আলম সিফাত, টঙ্গী পশ্চিম মজলিসে শুরা সদস্য জাকারিয়া আকন্দ, সাবেক টঙ্গী কলেজ সভাপতি মোতাহার হোসেন মোহন, জামায়াত নেতা ফারুখ আহমেদ, এড: নুরুল আলম সরকার, সাইদুল আলম, নেয়ামত উল্লাহ ভূইয়া প্রমুখ।</p>