<p>মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার প্রতি অভিমান করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীপা ওঝা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২৬ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা গ্ৰামে এ ঘটনা ঘটে।</p> <p>দীপা ওঝা স্থানীয় কাজী মন্টু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও কোনেরভিটা গ্রামের দিলীপ ওঝার মেয়ে। </p> <p>কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ‘গত তিন দিন আগে দীপা ওঝা তার বাবাকে মোবাইল ফোন কিনে দিতে বলে। ফোন কিনে না দেওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দীপা।’</p> <p>এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। দীপার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।</p>