<p style="text-align:justify">ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত সেবা মিলছে না ভোলার চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে। সবকটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা রয়েছেন আত্মগোপনে। ফলে গত ১৫ দিন ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে। এতে করে সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৫ লক্ষাধিক মানুষ। </p> <p style="text-align:justify">বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হবিগঞ্জে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/23/1724349619-74d3bf9736201ae38c2665cf7458d184.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হবিগঞ্জে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/23/1417725" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সেবাগ্রহীতারা বলছেন, উপজেলার বেশিরভাগ চেয়ারম্যান ও সদস্যরা আওয়ামীপন্থী। গত সরকারের আমলে অনিয়ম-দুর্নীতি-লুটপাট ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে ছিলেন। ফলে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তারা আত্মগোপনে চলে গেছেন। এতে করে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে। </p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আহাম্মদপুর, ওমরপুর, জিন্নাগর, আবদুল্লাহপুর, এওয়াজপুর, আসলামপুর, জাহানপুর, আবুবকরপুর, নুরাবাদ, ঢালচর, কলমী, নজরুল নগর, মাদ্রাজ ইউনিয়নসহ আরো একাধিক ইউনিয়নের চেয়ারম্যান-ইউপি সদস্যরা রাজনৈতিক কারণে আত্মগোপনে রয়েছেন। </p> <p style="text-align:justify">আবু কালাম, রহিম শিকদার, হাফেজ মনির, করিম বকশি, ময়ফুল বেগম ও রাশেদা বেগমসহ একাধিক বাসিন্দা বলেন, নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও ভিজিডি কার্ডের চালের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আড়াইহাজারে হত্যা মামলায় শেখ হাসিনা-শামীম-বাবুসহ আসামি ১৯৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/22/1724349461-45fca35bf2e29ddb2e49305da1c813d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আড়াইহাজারে হত্যা মামলায় শেখ হাসিনা-শামীম-বাবুসহ আসামি ১৯৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/22/1417724" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আবু বকরপুরের বাসিন্দা হাসান মাহমুদ ও রতন খলিফা বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ জমাদারকে পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করার পর ইউপি সদস্যরাসহ অন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যরা পালিয়েছে। </p> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে নীলকমল ইউপি চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। বাকি সব ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে।</p>