<p>ঢাকার ধামরাইয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন ধরে অবস্থান করছেন ইডেন কলেজের এক ছাত্রী। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ওই প্রেমিকা। ওই শিক্ষার্থীর অবস্থানের কারণে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক ও তার পরিবার। </p> <p>ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামে এ ঘটনা ঘটে। গত শনিবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাসিন্দা। </p> <p>কলেজছাত্রী জানান, তার প্রেমিকের নাম বিকাশ সরকার। তিনি বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের রামানন্দ সরকারের ছেলে। ভোলা জেলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। </p> <p>প্রেমিকার অভিযোগ, ‘বিকাশ সরকারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক প্রায় তিন বছর। এ সময় তারা দুজনের বিভিন্ন স্থানে ঘুরতে গেছেন। বিকাশ জোড়ালোভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাও হয়েছে। কিন্তু এখন তিনি বিয়ে করবেন না। অন্যত্র বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এ কথা জানতে পেরে নিরুপায় হয়ে বিকাশের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছি। প্রতিশ্রুতিমতো বিয়ে না হলে আত্মহত্যা করব।’<br />  <br /> অভিযুক্ত বিকাশ সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।<br />  <br /> বিকাশের ভাই অমিত সরকার বলেন, ‘তার ভাইয়ের সঙ্গে মেয়েটির সম্পর্ক আছে কি না, জানা নেই। তবে ভাইয়ে (বিকাশ) বিষয়টি জানা আছে। মেয়েটি ঘরের তালা ভেঙে ভেতরে রয়েছে।’</p> <p><br /> এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিকাশের কর্মস্থল মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হকের সঙ্গে। তিনি বিকাশ সরকারের বরাদ দিয়ে বলেন, ‘বিকাশ সরকার তাকে জানিয়েছে মেয়েটির সাথে তার প্রেমের কোনো সম্পর্ক নেই। তবে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন সে রাজি হয়নি। তাই পরবর্তীতে বিকাশ অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিয়েছে।’<br />  <br /> এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয় জানা নেই। তবে ব্যবস্থা নিচ্ছি।’</p>