<p style="text-align:justify">শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়ি চাপা দিয়ে ও গুলি করে তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গত সোমবার (১২ আগস্ট) নিহতদের স্বজনরা বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মামলা করেন।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। </p> <p style="text-align:justify">এর মধ্যে গুলিতে নিহত শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর রুমানসহ ২৫ জনকে স্বনামে এবং অজ্ঞাতপরিচয় আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">এ ছাড়া গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে এসব মামলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।</p> <p style="text-align:justify">শিক্ষার্থী সবুজ হত্যা মামলার বাদী তার ভাই মো. সাদ্দাম হোসেন। অন্যদিকে শিক্ষার্থী মাহবুব আলম ও সৌরভ হত্যা মামলার বাদী হয়েছেন মাহবুবের মা মাফুজা খাতুন।</p> <p style="text-align:justify">শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ওই সব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের গ্রেপ্তার করা হবে।</p> <p style="text-align:justify">মামলা দুটির এজাহারে বলা হয়েছে, ৪ আগস্ট বিকেলে শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন ও গুলি ছোড়েন। এ সময় শেরপুর শহরের খরমপুর এলাকায় প্রশাসনের দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী মাহবুব আলম নিহত হন। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া প্রাণ হারান। তখনকার পরিস্থিতিতে নিহত দুই শিক্ষার্থীকে ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়। মামলার বাদীপক্ষ এ ঘটনার জন্য দায়ী আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। </p> <p style="text-align:justify">এজাহারনামীয় সব আসামি পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।</p>