<p>ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌ত এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাম‌জিদুল ক‌বির বাবুর বাসভব‌নে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) দুপু‌রে নগরীর কালুশাহ সড়কের ওই দুই বাসভব‌নে এই হামলা ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে। </p> <p>১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাম‌জিদুল ক‌বির বাবু ব‌লেন, ‘ব‌রিশাল মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক আফ‌রোজা খানম নাস‌রিনের নেতৃ‌ত্বে এক‌টি মি‌ছিল কালুশাহ সড়ক থে‌কে যাওয়ার সময় অত‌র্কিতভা‌বে হামলা চালা‌নো হয়।’ </p> <p>তি‌নি ব‌লেন, ‘আমার আওয়ামী লী‌গের কো‌নো পদ পদবী নেই। তারপরও নাস‌রিন ও সৈয়দ হাতেম আলী ক‌লে‌জ ছাত্রদ‌লের আহবায়ক মোস্তাক শা‌হি‌নের নেতৃ‌ত্বে আমার অ‌ফিস ও বাসা ভাঙচুর করা হয়। আমি আইনি পদ‌ক্ষেপ নি‌বো।’ </p> <p>এদিকে একই এলাকায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র খোকন সের‌নিয়াবা‌তের ভাড়া বাসায় হামলা চালা‌নোর অভিযোগ উঠেছে।</p> <p>ওই ভব‌নের দেখাশু‌নার দা‌য়ি‌ত্বে থাকা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, ‘ভবন‌টির প্রথম থে‌কে চতুর্থ তলা পর্যন্ত মেয়র খোকন সের‌নিয়াবা‌তের ভাড়া নেওয়া। তি‌নি এই বাসা‌তেই থা‌কেন। ভবন‌টি আমার খালা‌তো ভাই হারুন অর র‌শি‌দের। বিএন‌পির মি‌ছিল থেকে ভব‌নের জানালার গ্লা‌সে ইট মে‌রে ভাঙচুর ক‌রে‌ছেন।’</p> <p>এই বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক আফ‌রোজা খানম নাস‌রিন‌ বলেন, ‘শোক দিবসকে কেন্দ্র করে নাশকতা করার জন্য আওয়ামী লীগের একটি গ্রুপ সংঘবদ্ধ হচ্ছিল। মঙ্গলবার রাতে কালুশা সড়ক থেকে বোম ব্লাস্ট হয়েছিল। তারা একত্রে জড় হতে চাইলে ছাত্র-জনতা গিয়ে তাদের প্রতিহত করে।’</p>