<p>বরগুনার পৌর শহরের যানজট কমাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে যাতে যানজট না হয় সে জন্য এসব সেবামূলক কাজ করছেন। পুলিশ তাদের স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করে যাবে বেতাগী সরকারি কলেজের দায়িত্বরত বিএনসিসির সদস্যরা জানান।</p> <p>গত পাঁচ দিন ধরে বেতাগী গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে সুশৃঙ্খলভাবে বেতাগী সরকারি কলেজের বিএনসিসির শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তাদের এই কাজের প্রশংসা করছে সাধারণ মানুষ।</p> <p>বেতাগী বাসস্ট্যান্ডের ব্যবসায়ী অধ্যাপক শফিকুল ইসলাম ও পথচারী গোলাম হোসেনসহ অনেকেই বলেন, ‘বিএনসিসির এই কাজ প্রশংসনীয়। ছাত্ররাই ভালো কাজের নেতৃত্ব দিক। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আগামী দিনের কাণ্ডারি হোক, এটাই আমরা প্রত্যাশা করছি।’</p> <p>বেতাগী বাসস্ট্যান্ডের ট্রাফিকের দায়িত্বে বেতাগী সরকারি কলেজের বিএনসিসির সদস্য শিক্ষার্থী ল্যান্স করপোরাল মাইনুল ইসলাম, ল্যান্স করপোরাল শাকিল, ক্যাডেট আসিক বলেন, ‘বিএনসিসির ১৬ জন সদস্য বেতাগী বাসস্ট্যান্ড, বেতাগী টাউন ব্রিজ, লঞ্চঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্বে পালন করছেন। রাস্তায় চলাচলকারীদের ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দিচ্ছি। শহরের শৃঙ্খলা ঠিক রাখতে আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।’</p>