<p>প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পাবনায় ছড়িয়ে পড়লে নানা শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করে। শহরের জেবি মোড় থেকে জেলখানা পর্যন্ত মানুষের ঢল নামে। তবে এর মাঝেই আওয়ামী লীগ অফিসসহ বিভিন্ন অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস কাউন্টার ও গ্যারেজে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। একই সঙ্গে সেনাবাহিনীর টহল টিমের গাড়িতে চড়ে শহর ঘুরে আনন্দ প্রকাশের পাশাপাশি সেনা সদস্যদের সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষ করমর্দন করে।</p> <p>সরেজমিনে দেখা যায়, সোমবার (৫ আগস্ট ) দুপুরের পর থেকেই শহরে নানা শ্রেণি-পেশার মানুষ প্রবেশ করতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পাওয়ার পর পরই বিজয় উল্লাস শুরু হয়। এ সময় খণ্ড খণ্ড বিজয় মিছিল শহরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণ করে। এরই মাঝে বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।</p> <p>এ ছাড়াও লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার ও প্যারাডাইস সুইটসে গিয়ে হামলা ও ভাঙচুর হয়। পরে সেখান থেকে মিষ্টি বের করে মানুষের মাঝে বিতরণ করা হয়। প্যারাডাইস সুইটসের মালিক হলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু ইসহাক শামীম ও লক্ষ্মীর মালিক নিমাই চন্দ্র ঘোষ। এরপর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা সেলিমের সি লাইন কোচের গ্যারেজ ও কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শিবলী সাদিকের অফিস ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।</p> <p>বিক্ষুব্ধরা জানান, ‘রবিবার ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ নেতা সাইদ ও যুবলীগ নেতা শিবলী হামলা চালিয়ে বৃষ্টির মতো গুলি করে আমাদের সন্তানদের মেরেছে। গুলিবিদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী শহরেও সমাবেশে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।’</p> <p>তারা আরো বলেন, ‘এই সন্ত্রাসীদের কবল থেকে পুরো দেশ তথা পাবনা নতুন করে মুক্ত হলো। আমরা শান্তি প্রিয়। আমরা শান্তি চাই। কোনো সন্ত্রাসীর জায়গা এটা হতে পারে না।’</p> <p>অন্যদিকে পাবনা শহরসহ আশপাশের বিভিন্ন স্থানে ও নানা উপজেলাতে বিভিন্ন ধরনের যানবাহনে নানা স্লোগান দিয়ে মহরা দেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া পাবনা জেলার সব উপজেলা আওয়ামী লীগের অফিস ও নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে। </p>